নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগর উত্তর ডিবি পুলিশ একটি বিদেশি পিস্তল দুইটি গুলি ভর্তি ম্যাগাজিনে ১৮ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার(১৭ এপ্রিল) জেএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গাজীপুর জয়দেবপুর থানার নয়াপাড়া কাজল মার্কেট এলাকায় তরিকুল ইসলামের বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় ১৮ রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তলসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোন- মো. তরিকুল ইসলাম ওরফে তরী (৩৮), মো. রওশন ইসলাম (৪০) ও মো. ইমাম আলী (৩৫)। গ্রেফতারকৃত আসামিদের নামে জয়দেবপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে । গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের দেওয়া তথ্যে জানা যায় আটককৃতদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫