নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে একটি বাসায় দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে ৪৫ নং ওয়ার্ডের পূর্ব আরিচপুর রূপবানের টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আব্দুল্লাহ (৪) ও মালিহা আক্তার (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। পুলিশ ও পারিবারিক সূত্র জানাগেছে, আব্দুল বাতেন মিয়া পরিবার নিয়ে টঙ্গীর পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। আব্দুল বাতেন জানান, তার বড় সন্তান বর্ষাকে নিয়ে আজ শুক্রবার বিকেলে ঘুরতে বের হন। এ সময় বাসায় আব্দুল্লাহ ও মালিহা তার মায়ের কাছে ছিলেন। পরবর্তীতে জানতে পারেন যে, তার দুই সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ খবর শুনে বাসায় এসে দেখেন, ঘরের মেঝেতে পড়ে আছে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শিশু আব্দুল্লাহ ও মালিহার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ হত্যার বিষয়ে কাউকে শনাক্ত করতে পারিনি। তবে পুলিশ জানায় হত্যা কান্ডের বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ চলছে দ্রুত সময়ের মধ্যে তথ্য উদঘাটন করতে পারব ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫