নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে ইসরাফিল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে । রোববার (২০ এপ্রিল) সকাল ৮ ঘটিকার সময় টঙ্গীর আঙ্গুরের টেক এলাকার ভাড়া বাসায় ফ্যানের সাথে রশি টাঙিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের দাবি পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন ইস্রাফিল । সে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাইন্নাধলা গ্রামের হানিফ মিয়ার ছেলে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আঙ্গুলেরটেক এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো ইসরাফিল। কোনো কাজ করতো না সে। তবে মোবাইলে অনলাইন জোয়া (ক্যাসিনো) খেলতো। এ নিয়ে পারিবারিকভাবে অশান্তি বিরাজ করছিলো। এর জেরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইসরাফিল। পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে টঙ্গী পূর্ব থানার এসআই সৈয়দ বাইজিদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।