নিজস্ব প্রতিবেদক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীর রেল কলোনি এলাকায় সিজন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে । রবিবার (২০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে টঙ্গীর রেল কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিজন গাজীপুর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডের টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া রেল কলোনি এলাকার স্বপন মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামে। পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে রেল কলোনি বস্তির জনৈক ফারুকের চায়ের দোকানের সামনে কয়েক ব্যক্তি সিজনকে ধারাল চাপাতি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। এরপর জনতার প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় সিজনকে স্থানীয় লোকজন ও তার স্ত্রী আফসানা টঙ্গী শহীদ আহ্সান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত সিজনের ভাই শিপন জানান, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সালমানকে গতকাল সোর্স মনিরের সহযোগিতায় আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়। আজ বিকেলে সে ফোন করে আমার ভাইকে ডেকে আনে আর সন্ধ্যার পর সালমান ও তার সহযোগীরা আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সিজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫