নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কুড়ুলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু সহ ৪ জনকে আটক করা হয়েছে । বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ এনামুল করিম ইনু (৪৯), আবু হানিফের ছেলে শহিদুল ইসলাম (৫০), একই ইউনিয়নের প্রতাপপুরের আব্দুল হামিদের ছেলে সোহেল আহমেদ (২৯) ও দোস্তগ্রামের আরিফ (৩০) কে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা আওয়ামীলীগের দোসর। তাদের গোপন বৈঠককালে গ্রেফতার করা হয়েছে।।