নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন তিয়রবিলা ক্যাম্প পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী ও দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র,দেশীয় অস্ত্রগুলি,ডাকাতি করার সরঞ্জাম,পুলিশ এর পোশাক,ওয়াকিটকি এবং মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা ডাকাতদলের ৬জন সক্রিয় সদস্যকে আটক করেছে। সোমবার (৫ মে) রাত সাড়ে ৩ টার দিকে আলমডাঙ্গা থানাধীন লক্ষীপুর বাজার হতে খাসকররা যাওয়ার পথে জনৈক মোঃ আব্দুর রাজ্জাক এর ডিজেল তৈলের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকারে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন তিয়রবিলা ক্যাম্প পুলিশ চেকপোস্ট,রাত্রিকালীন রণপাহারা ডিউটি, ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার অভিযান পরিচালনাকালে ৫ মে রাত সাড়ে ৩ ঘটিকার সময় এস আই সুকান্ত দাশ, এএসআই মোঃ রেজাউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স আলমডাঙ্গা থানাধীন লক্ষীপুর বাজার হতে খাসকররা যাওয়ার পথে জনৈক মোঃ আব্দুর রাজ্জাক এর ডিজেল তৈলের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতি করার উদ্দেশ্যে মাইক্রোবাস নিয়া সমাবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম চুয়াডাঙ্গাকে অবহিত করিলে তিনি চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা'র অবহিত করিয়া পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানার তত্বাবধায়নে এসআই সুকান্ত দাশ সংগীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত মাক্রোবাসটি ঘিরে ফেলে। মাইক্রোবাসের ভিতরে থাকা সস্ত্রাসীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় প্রদান করে। তাদের পরিচয় সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাক্রোবাসে থাকা সন্ত্রাসীরা পুলিশ এর উপর আক্রমনাত্মক আচরণকালে পুলিশ জীবনবাজিঁ রেখে আসামীদের গ্রেফতার করেন। মাইক্রোবাসে থাকা ডাকাতদলের দেহ তল্লাশী করে আসামীদের হেফাজত থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার, ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার যন্ত্র, ৫টি মাস্টার কী, ১টি পিস্তলের প্রসেস, ১টি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি সাদৃশ্য মোবাইল ফোন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬টি মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করেন। আটক করা হয় কুষ্টিয়া ইবি থানার কন্দরপুদিয়া গ্নামের বাবর আলী ছেলে মোঃ রুবেল রানা(২৯), আহাদ নগর গ্রামের কাছে ওরফে কাশেমের ছেলে মোঃ আজিজুর মন্ডল(৩৬), জোড়া পুকুরিয়া গ্রামের সাইফুল ইসলাম এর ছেলে মোঃ শিলন মোল্লা(২১),ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডুর থানার কাদিখালী গ্রামের কলম আলীর ছেলে মোঃ সবুজ আলী মিঠু(৩০), কুষ্টিয়া ইবি থানার বদর উদ্দিন মন্ডলের ছেলে মোঃ মনিরুল ইসলাম(৪০) মধুপুর উত্তরপাড়ার মহাসিন শেখে এর ছেলে মোঃ মারুফ শেখ(২০) কে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদক আইনের পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫