নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মুন্নি আক্তারের সাথে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুর আঞ্চলিক ডিভিশনের ম্যানেজার মোস্তফা মাহাবুবের বিরুদ্ধে নারী সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে । বৃহস্পতিবার (৮ই মে) দুপুর পৌনে ১ টার দিকে তিতাসের গাজীপুর আঞ্চলিক ডিভিশন কার্যালয়ের ২য় তলায় এঘটনা ঘটে। জানা যায়, সাংবাদিক মুন্নি তথ্য সংগ্রহ করতে তিতাস অফিসে গেলে ম্যানেজার মোস্তফা মুন্নিকে দেখেই ক্ষীপ্ত হয়ে অশালীন ভাষার খারাপ গালিগালাজ করতে থাকে। এসময় মুন্নি মোবাইলে স্থিরচিত্র ধারণ করা শুরু করলে তিতাস অফিস থেকে মুন্নিকে বের করে দেয় এই কর্মকর্তা। তিতাসের এই ম্যানেজার ইতিপূর্বে চন্দ্রা আঞ্চলিক বিতরণ কেন্দ্রে ম্যানেজারের দায়িত্বরত থাকার সময় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মুন্নির সাথে বিরোধ সৃষ্টি হয়। গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবসহ গাজীপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে অভিযূক্ত মোস্তফা মাহবুব এর আচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অপরাধে দ্রুত শাস্তি প্রদানের দাবি করেন। এবিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুর আঞ্চলিক বিক্রয় ডিভিশনের মহাব্যবস্থাপক, অতিরিক্ত দায়িত্ব প্রকৌ. মো. শাখাওয়াত হোসেন জানান, এঘটনায় তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫