নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা (৬৫) কে আটক করা হয়েছে। রোববার (১১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্রে জানাগেছে , গোলাম মোর্তুজা রোববার সকালের দিকে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় জয়নগর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫