নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় শনিবার দ্বিতীয় দিনের আম বয়ান চলছে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইজতেমা সূত্রে জানা গেছে। এ পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ৯ ফেব্রুয়ারি। শনিবার ফজর নামাজের পর থেকে বয়ান করেছেন মুম্বাইয়ে মাওলানা আব্দুর রহমান হাফিঃ। জোহরের পর মাওলানা ইসমাইল হাফিঃ (গোধরা), বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফি ও বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান করবেন। ইজতেমা মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সকাল ৭টা পর্যন্ত ৪৯টি দেশের বিদেশি মুসল্লি এসেছেন ২ হাজার তিনশত চারজন। এর মধ্যে উর্দু খিমায় আগত বিদেশি মুসল্লি ৭'শ ৫০ জন। ইংলিশ খিমায় ৭'শ ৭৬ জন। আরব খিমায় ২'শ ৪২ জন। বাংলা খিমায় ৫'শ ৩৬ জন। রোববার ফজরের নামাজের পর হেদায়েতের বয়ান করবেন মাওলানা জিয়াউল হক। হেদায়েতের বয়ান শেষে মোনাজাত শুরু হবে বলে জানান ইজতেমা আয়োজক কমিটি, হাবিবুল্লাহ রায়হান জানান, রোববার ফজরের পর হেদায়েতি বয়ান শেষে মোনাজাত শুরু হবে। ১১ থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫