নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে ষষ্ঠ শ্রেনীর স্কুলছাত্র রিয়াদ (১৪) হত্যা মামলার আসামীদের ফাসির দাবিতে মানববন্ধন করেছে রিয়াদের সহকর্মি ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী। বুধবার ১৪ মে দুপুর ১২ টায় আসামীদের বাড়ির সামনে দাড়িয়ে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য দর্শনা পৌর বি এন পির সমন্বয় কমিটির সদস্য মোঃ নাহারুল মাস্টার,পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ শফিউল্লাহ, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ একরামুল হোসেন,স্কুলের ছাত্রছাত্রী সহ স্থানীয়রা । বক্তারা স্কুল ছাত্র রিয়াদ হত্যার সাথে জড়িতদের অতিদ্রুত আটক পুর্বক ফাঁসির দাবি জানান। উল্লেখ গত সোমবার ১২ মে দুপুরে উপজেলার ছয়ঘরিয়া গ্রামে দুটি পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বাইতুল্লার ছেলে মোঃ হযরত আলির কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে জিয়াউর রহমান কাজির ছেলে ষষ্ঠ শ্রেনীর ছাত্র রিয়াদ হোসেন (১৪) কে দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মঙ্গলবার ১৩ মে ৫ জনকে আসামী করে দর্শনা থানায় হত্যা মামলা দায়ের করে নিহত স্কুল ছাত্রের পিতা। দর্শনা থানার ওসি মোঃ শহিদ তিতুমির জানান ইতিমধ্যে দুজনকে আ্টক করা হয়েছে,বাকি আসামি ধরার চেস্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫