নিজস্ব প্রতিবেদক : রহিম গ্রুপের ড্রাইভার মোঃ টিটু কতৃক ৮ টন রড চুরির ঘটনায় টঙ্গী আলম মার্কেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ টন রড উদ্ধার করে মালিক পক্ষের কাছে হস্তান্তর করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০ টার দিকে টঙ্গী পূর্ব থানার এসআই সৈয়দ বায়েজিদ জব্দ তালিকে মুলে রহিম গ্রুপে কর্মরত ট্রান্সপোর্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার লিটন হোসেনের কাছে হস্তান্তর করেন। সূত্রে জানাগেছে, সোনারগাঁ থানাধীন কাচপুর ইউনিয়ন এর নয়াবাড়ী এলাকায় অবস্থিত রহিম সুপার এক্সট্রিম লিমিটেড এর রডের ডেলিভারী চালান নং-৫৭২১৩ ও ৫৭২২১ এর মাধ্যমে মোট ০৮ টন (৮ হাজার কেজি) রড মেসার্স লোটাস ষ্টীল কর্পোরেশন, ঠিকানা: ৬১৫/৩, বসিলা ব্রীজেন রোড, বসিলা, মোহাম্মদপুর, ঢাকায় ডেলিভারী দেওয়ার উদ্দেশ্যে ড্রাইভার মো: টিটু গাড়ী নং: ঢাকা মেট্রো-এ-১১-৫৯৮২ যোগে গত ১৪ মে রাত আনুমানিক ৯:২০ ঘটিকার সময় ফ্যাক্টরী হইতে বাহির হয়। এদিকে ট্রান্সপোর্ট ইনচার্জ লিটন হোসেন খোঁজখবর নিতে ড্রাইভার ও হেলপারের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মোবাইল বন্ধ পাই বিষয়টি সন্দেহ মনে হলে প্রযুক্তির মাধ্যমে ট্র্যাকিং করে। এসময় কর্তৃপক্ষ বুঝতে পারেন গাড়িটি যথাস্থানে না যেয়ে টঙ্গীর আলম মার্কেট অবস্থান করছে বিষয়টি তৎক্ষণাৎ টঙ্গী পূর্ব থানায় অবহিত করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার একটি টহল দল চেরাগ আলী মাকের্ট এলাকাস্থ আলম মার্কেট সংলগ্ন বাইতুস সালাম জামে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় রোডগুলা দেখতে পাই। এ বিষয়ে রহিম গ্রুপের নিরাপত্তা বিভাগের প্রধান গোলাম আজম আকুঞ্জী সোনারগাও থানার একটি সাধারণ ডায়েরি করেন যাহার নং-৭২৯। পরবর্তীতে জিডির তদন্ত কর্মকর্তা এসআই ইসলাম টঙ্গী পূর্ব থানা বরাবর জব্দ তালিকার জন্য রিকজিশন দেয়। সে মোতাবেক টঙ্গী পূর্ব থানার এসআই সৈয়দ বায়জিদ সরজমিনে উপস্থিত হয়ে জব্দততালিকা মূল্যে ৬ টন রড জব্দ করে রহিম গ্রুপের ট্রান্সপোট ইনচার্জ ইঞ্জিনিয়ার লিটন হোসেনের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান রহিম গ্রুপের রড হারানোর ঘটনায় সোনারগাঁও থানার কতৃপক্ষ একটি জিডি করেন। এবং সংশ্লিষ্ট থানার আইও এসআই ইসলাম আমার থানা বরাবর মালামাল বুঝিয়ে দেওয়ার আবেদন করেন সে মোতাবেক আমার থানার এসআই সৈয়দ বায়েজিদ জব্দ তালিকা মূলে কোম্পানির প্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়া হয়। শেষ খবর পাওয়া যায় যে ড্রাইভার টিটু তার হেলপারের কাছে গাড়িটি দিয়ে কৌশলে পালিয়ে যায়। হেলপার গাড়ি নিয়ে কোম্পানিতে জমা দিতে গেলে তাকে রডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন উত্তর দিতে না পারায় তাকে কোম্পানির হেফাজতে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫