প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৪, ৪:১৯ পি.এম
ইজতেমার আখেরী মোনাজাত কাল সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো.মাহবুব আলম বলেন, আগামীকাল বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। শনিবার বিকেলে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে সামনে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি আরও জানান, আমরা আখেরি মোনাজাতের জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছি । আমাদের ট্রাফিক ব্যবস্থা নতুন করে সাজিয়েছি। সেটা হলো, আমাদের ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মুখী সাধারণ জনগণের কোন গাড়ি চলবে না, তারা ড্রাইভার্ট হয়ে ভোগড়া বাইপাস দিয়ে মীরের বাজারের দিকে চলে যাবে। মুসল্লিদের গাড়ি আসতে পারবে। মীরের বাজার পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে, মুসল্লিদের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি আসতে পারবে না। ঢাকা মেট্টোপলিটন পুলিশ এলাকায় একই ভাবে কুড়িল বিশ্ব রোড থেকে ড্রাইভার্ট করে দিবে তিনশ ফিটের দিকে। আশুলিয়া সড়েক মিরপুর বেড়িবাধের দিকে ড্রাইভার্ট করে দিবে এদিকে কোন গাড়ি চলতে দিবে। এই হলো আমাদের ট্রাফিক পরিবর্তন। এছাড়া যখন আখেরী মোনাজত শেষ হবে তখন আমরা প্রথম চেষ্টা করবো যে, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভার টি আগে চালু করার জন্য। ফ্লাইওভারটি চালু হলে আস্তে আস্তে যানবাহন গুলো ভেতরে ঢুকবে, অনেক মুসল্লি দ্রুত চলে যেতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫
www.dailygrambarta.com