এ,আর,ডাবলু জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক নেতা ও শিক্ষানুরাগী আরিফুজ্জামান আরিফ। বুধবার (২১ মে) বিকেলে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে ড.মোঃ কামরুজ্জামান পরিদর্শকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানটি জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে ধোপাখালী অবস্থিত।আরিফুজ্জামান আরিফ ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আলীর ছেলে।প্রতিষ্ঠানটির ইতিহাস, শিক্ষা কার্যক্রম ও অবদানকে স্মরণ করেই প্রতি বছর শত শত শিক্ষার্থী এখানে শিক্ষালাভের সুযোগ পেয়ে থাকে। আরিফ একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ধোপাখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মহল এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার মান আরোও উন্নত হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫