• শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা :  মৃত্যু ঘিরে রহস্য গাজীপুরে হানিট্র্যাপের অভিনব কৌশলে যেভাবে শিকার হন যাত্রীরা ট্রাভেল ব্যাগে মাথা বিহীন আট টুকরো মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন : স্ত্রীকে অনৈতিক কথা বলার কারণে খুন হয় অলি : মূলহোতা সহ আটক-৩ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মরহুম বাচ্চু মিয়ার স্মরণে টঙ্গীতে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  টঙ্গী থানা বিএনপির উদ্দ্যোগে ৫ আগস্ট বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

টঙ্গীতে বিএনপি নেতার দুই ছেলের উপর সন্ত্রাসী হামলা ও প্রতিষ্ঠান লুটপাটকারী সন্ত্রাসীদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

grambarta / ১২৭ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
Oplus_0

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের টঙ্গীর টিএনটি বাজারে বিএনপি নেতা কস্তুরী হোটেলের মালিক ও ৪৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দুলাল হোসেনের দুই পুত্র আই ইউ বি এটি ছাত্রদল নেতা শহিদুল ইসলাম শান্ত ও শফিকুল ইসলাম শুভ এর উপর বর্বরচিত হামলা এবং প্রতিষ্টান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সন্ত্রাসী রুবেল গংদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩মে) সকাল ১০টায় আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন টিএনটি বাজার ব্যবসায়ী মালিক সমিতি ও ৪৪ নং ছাত্র জনতা সহ সর্বস্তরের জনগণ ও বিএনপি নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা বিদায় নিলেও তার দোসররা এখনো সক্রিয় রয়েছে। এই দোসররাই বিএনপি নেতা দুলাল হোসেনের দুই ছেলে শান্ত ও শুভকে কুপিয়ে জখম করে এবং তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান ‘কস্তুরী হোটেল’ লুটপাট করে চরম অরাজকতা সৃষ্টি করেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন ডিসেম্বরের মধ্যে অতি দ্রুত সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে জনগণের মনোনীত সরকার প্রতিষ্ঠা করে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনে।

৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা এবং হামলার শিকার শান্ত ও শুভর পিতা দুলাল হোসেন,টঙ্গী থানা যুব দলের সদস্য সচিব নাজমুল হাসান মন্ডল, টঙ্গি পূর্ব থানা জিয়া মঞ্চে’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, সিনিয়র সহ-সভাপতি দুলাল। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশ নেন। উল্লেখ্য গত মঙ্গলবার (২০ মে) রাত ৮টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএনটি বাজারে ‘কস্তুরী হোটেল’-এ দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় সাবেক কাউন্সিলর প্রার্থী দুলাল হোসেনের দুই ছেলে আইইউবিএটি ইউনিভার্সিটি ছাত্রদল নেতা শহিদুল ইসলাম শান্ত (২৪) ও শফিকুল ইসলাম শুভ (২৯) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ব্যবসা প্রতিষ্ঠানকে ভাঙচুরও লুট করে পালিয়ে যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর