নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী ইব্রাহিম বাবু (৩২) নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে দামুড়হুদা ঝাজাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন। নিহতের পরিবার ও তার পিতা দামড়হুদা ঝাজাডাঙ্গা গ্রামের মো. নুর ইসলাম জানান ওইদিন আমার ছেলে মো. ইব্রাহিম বাবুসহ ৪/৫ জন বেলা সাড়ে ১২ টার দিকে গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ পিলারের কাছে গুলি ছুঁড়লে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুনতে পাই আমার ছেলের মরদেহ বিএসএফ সদস্যরা ওপারে নিয়ে গেছে। দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমীর জানান, নিহতের গ্রামের বাড়ি ঝাঁঝাডাঙ্গা এলাকা পরিদর্শন করে তার বাবা মায়ের সাথে কথা বলে মারা যাওয়ার বিষযটি জানিয়েছেন। চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান ঘটনা বিভিন্ন মাধ্যমে শুনে ৩২ ব্যাটালিয়ন বিএসএফ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা জানান, একদল স্বর্ণ চোরাকারবারির সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫