জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর দত্তনগর সড়কে কোল্ড স্টরে সামনে ফল বহনকারী একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়।এর এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ট্রাক চালক ও হেলপার।রবিবার (৬ই জুলাই) ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে জীবননগর দত্তনগর সড়কে কোল্ড স্টোরের সামনে ফল বহনকারী একটি ট্রাক জীবননগরের দিকে যাচ্ছিল এবং অপর দিক থেকে আসা পন্যবাহী একটি ট্রাক দত্তনগরের অভিমুখে যাচ্ছিল। পরবর্তীতে সড়কে ঝুলে থাকা গাছের ডাল থেকে বাঁচতে পন্যবাহী ট্রাক সড়কের এক পাশে চাপিয়ে দেয়। এরপর ফলবাহি ট্রাকটি মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায় । এ সময় ট্রাকে থাকা ফলের সামান্য ক্ষতি হলেও প্রাণে বেঁচে যায় ট্রাক চালক ও হেল্পার। এদিকে ট্রাক চালক শাহজাহান জানান, রবিবার দিবাগত রাত একটার দিকে খুলনা থেকে ফল বোঝাই করে জীবননগর ও দর্শনের উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্য সকাল সাড়ে ছয়টার দিকে দত্তনগর কোল্ড স্টোরের সামনে আসলে অপরদিক থেকে আসা একটি পন্যবাহী ট্রাক গাছের ঝুলে থাকা ডাল থেকে বাঁচতে আমার দিকে চাপিয়ে দেয় । এরপর আমি সংঘর্ষ এড়ানোর জন্য সড়কের পাশে ট্রাকটি নামিয়ে দেওয়াই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। আর এই ঘটনায় ফলের সামান্য ক্ষতি হলেও আমাদের বড় ধরনের ক্ষয় ক্ষতি হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫