নিজস্ব প্রতিবেদক : বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে, গাজীপুরের টঙ্গীতে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের দত্তপাড়াস্থ ৪৮ নম্বর ওয়ার্ডের জহির মার্কেট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। দওপাড়া ইসলামপুর সমাজকল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মো. কবির হোসেন লিটন মৃধার সভাপতিত্বে এবং টঙ্গী ক্রিকেট একাডেমির সভাপতি ও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আলমগীর হোসেন দিপুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সারাফাত হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সফি উদ্দিন আহমেদ, এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, এডভোকেট মো. দুলাল, বৃহত্তর ময়মনসিংহ জনকল্যাণ পরিষদের সভাপতি মো. মোশাররফ হোসেন সরকার, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী, বিট পুলিশিং কর্মকর্তা এসআই শাহিদুল ইসলাম, ইসলামপুর জনকল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো.শুভ নুরুল ইসলাম এবং এলাকার বিশিষ্ট মুরব্বি দীন মোহাম্মদ সরকার, আবুল হোসেন, হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, মো. সাইফুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান বক্তা বলেন আমি পূর্ব থানায় যোগদান করেছি ডিসেম্বর মাসে প্রায় ৮ মাস হলো। আপনার জানেন এর আগে ৪ মাসে ৪ টি ওসি বদলি হয়েছে। আমি যোগদান করার পর আমি আইনকে প্রাধান্য দিয়েছি। আইনকে প্রধান্য দিয়ে যদি আমার পোস্টিং হয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই । আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন আমরা তথ্য দাতার নাম ঠিকানা গোপন রাখবো। আপনারা সহায়তা করলেই কেবল অপরাধীদের শাস্তির আওতায় আনা সম্ভব। আমাদের এই সমাজে কয়েকজন দুষ্কৃতিকারী আছে আর সাধারণ জনগন কিন্তু হাজার হাজার আপনার ইচ্ছা করলেই কয়েকজন অপরাধীদের সনাক্ত করে পুলিশের কাছে তথ্য দিতে পারেন। আপনারা যদি পুলিশকে সহায়তা করেন আমরা অবশ্যই গুটিকয়েক দুশ্চিন্তে কারীদের আইনের আওতায় আনতে সম্ভব হব। এসময় প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন এ সমাজে যারা দু একজন দুষ্কৃতিকারী আছে তাদের নামের তালিকা করে আমাদের কাছে দিলে আমরা পুলিশের সহায়তায় তাদেরকে আইনের আওতায় আনতে কাজ করতে পারবো দুষ্কৃতিকারী যেই হোক তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে দিবেন আমরা পুলিশের মাধ্যমে তাদের ব্যবস্থা নিব।