নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন এলু (৫২) নামে এক কাউন্সিলর প্রার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে টঙ্গীর নামার বাজার এলাকায় নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। নিহত আনোয়ার হোসেন টঙ্গী পশ্চিম থানাধীন ৫৫ নং ওয়ার্ড নামা বাজার বস্তির মৃত আবুল হোসেনের ছেলে। তিনি ২০২৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করেছিলেন। স্থানীয়রা জানায়, নিজ বাসার বিদ্যুৎ লাইনের তার ছিড়ে গেলে সেটা মেরামত করতে গিয়ে ঘটে বিপত্তি। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে স্বজনরা তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়টি টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিশ্চিত করেছেন। তিনি জানান জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫