নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে বৃষ্টি উপক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকালে কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকারের বাস ভবন থেকে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ গেট থেকে শুরু হয় ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিলগেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার। জসিম উদ্দিন দেওয়ান এর পরিচালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানার বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মুহাম্মদ আলেক, এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর নূর মোহাম্মদ, শফিউদ্দিন খান, জহিরুল ইসলাম,বি এম শামীম, মমিনুল ইসলাম, মোহাম্মদ আলী,রাসেল, সৌমিক সরকার,৪৮নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক, টংগী পূর্ব থানা জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর মহানগর জিয়া পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ রুবেল হোসেন, ৪৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মুনসুর টুটুল, সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।সংক্ষিপ্ত সমাবেশে সালাউদ্দিন সরকার তার বক্তব্যে বলেন, তারেক জিয়ার বিরুদ্ধে কটুক্তি এবং ষড়যন্ত্র সহ দেশব্যাপি খুন এবং নৈরাজ্যের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। তিনি আরো বলেন, বিএনপির বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সর্বদাই সজাগ দৃষ্টি রাখতে হবে। সারাফত হোসেন বলেন, যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে আমাদের ডাক দিলে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার আহ্বান জানান।বক্তারা বলেন, একটি নির্দিষ্ট মহল দেশ ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। এখনো দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যদি দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫