নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডের দত্তপাড়া দিঘীরপাড় খেলার মাঠ ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে মানববন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় টঙ্গীস্থ দিঘীরপাড় এলাকায় এই মানববন্ধন ও গনস্বাক্ষর কর্মসুচি অনুষ্ঠিত হয়। স্থানীয় সচেতন ছাত্র ও যু্ব সমাজের উদ্যোগে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন অত্র এলাকার শিশু, কিশোর, যুবক, আবাল- বৃদ্ধ-বনিতা সহ সকল শ্রেণী পেশার মানুষ । শিশুদের স্লোগান ছিল আমরা স্কুল/মাদ্রাসার ছাত্র আমরা খেলবো কোথায়, আমরা খেলার মাঠ ফেরত চাই। বেক্সিমকো এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির নিষেধাজ্ঞা অমান্য করে একটি ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে এলাকার খেলার মাঠটি দখল করে নিয়েছে বলে মানববন্ধনে অভিযোগ তোলে। সরকার ও রাষ্ট্রের কাছে এই অবৈধ দখলদারিত্ব বন্ধে এবং অবৈধ জমি বেচাকেনা বন্ধে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় উপস্থিত দত্তপাড়া এলাকার বাসিন্দারা জানান, এই খেলার মাঠটি তাদের দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে। স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলা এবং সুস্থ বিনোদনের জন্য এই মাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটি ভূমিদস্যু চক্র ক্ষমতার অপব্যবহার করে মাঠটি অবৈধভাবে দখল করে নিয়েছে, যার ফলে এলাকার যুব সমাজ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আন্দোলনকারীরা বেক্সিমকো এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভূমিদস্যুদের এই বেপরোয়া কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে মাঠটি দখলমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান। এছাড়া, অবৈধভাবে জমি কেনাবেচার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন আলমগীর হোসেন দিপু, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিন্তু, শামীম, আল মামুন, সজীব, আহমেদ, বাদল আহমেদ, বান্নি সহ টঙ্গী সচেতন ছাত্র ও যুব সমাজ। এসময় উপস্থিত নেতৃবৃন্দরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যাওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫