নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে জমি বিক্রি করতে গেলে জমির মালিককে বিভিন্নভাবে হয়রানি ও বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে দত্তপাড়ার আকরাম আলীর ছেলে মো: সুজন (২৫), ও আতাউর রহমানের ছেলে মো: আকরাম বিরুদ্ধে। এবিষয়ে ন্যায়সঙ্গত প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে জমির মালিককে মারাত্মক জখম করেছে সুজন গং । গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে মহানগরীর ৪৯ নং ওয়ার্ডের দত্তপাড়া টেকবাড়ি এলাকায় এঘটনা ঘটে। এবিষয়ে ভুক্তভোগী সোহেল টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছে। ঘটনার পর থেকে সুজন ও তার পিতা আকরাম গা-ঢাকা দিয়েছে। অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, তফশিল বর্ণীত দত্তবাড়া মৌজার সিএস-৩০৫, এসএ-৪৬৩ ও আরএস-৬৪১ খতিয়ানের আরএস ১৯৫ নং দাগে ৬ কাটা জমির মালিক দত্তপাড়া টেক বাড়ির আবুল হাশেম মোল্লার ছেলে মো: সোহেল মোল্লা, ক্রয় সূত্রে জমির মালিক সোহেল তার ৬ কাটা জমি বিক্রি করার ঘোষনা দেওয়ার পর থেকে সুজন ও তার পিতা আকরাম বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করে আসছে এরিধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকালে সোহেল তার জমি বিক্রি করার জন্য এক খরিদদার নিয়ে আসে। এসময় সোহেল খরিদদারোর জমি দেখাতে নিয়ে গেলে সুজন ও তার পিতা আকরাম খরিদদারের সামনে এই জমি সোহেলের নাই মর্মে বিভিন্ন কথা বার্তা বলে বিভ্রান্তি সৃষ্টি করে। এসময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয় একপর্যায়ে সুজন ও আকরাম কিছু লোকজন ডেকে নিয়ে সোহেলের উপর অতর্কিত হামলা চালাই এতে সোহেলের ডান হাত ভেঙ্গে যায়। এসময় আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নেয় এবং সেখানে চিকিৎসা করেন। এবিষয়ে সোহেল নিজে বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগে উল্লেখ করেন সুজন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী সে ও তার পিতা আকরাম গত ১ বছর যাবৎ জায়গা-সম্পত্তি নিয়ে আমার সাথে বিভিন্ন ঝামেলা ও ঝগড়া করে আসছে। আমার নিজস্ব জমি আমি বিক্রি করতে চাইলে তারা আমাকে বিক্রি করতে দেয়না এবং আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে। সুজন ও আকরাম আমাকে প্রতিনিয়ত হুমকি/ধামকি দিতো যার কারনে আমি আমার জমিটি বিক্রি করতে পারেনি। অদ্য ২৪-০৭-২০২৫ ইং তারিখ বিকাল ৫ ঘটিকার সময় আমি আমার নিজস্ব জমি বিক্রি করার জন্য কাস্টমার নিয়ে গেলে সুজন ও তার পিতা আকরাম আমাকে দেখা মাত্রই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি ন্যায়সঙ্গত প্রতিবাদ করলে তারা আমাকে পিস্তল দিয়ে ডান হাতে আঘাত করে হাত ভেঙ্গে ফেলে এবং শরীরে নিলাফুলা জখম করে। পরবর্তিতে আমার ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন আমাকে তাদেের হাত থেকে উদ্ধার করে। বিবাদীদের এমন এলোপাতাড়ি মারধর এর কারনে আমি শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। তিনি আরো উল্লেখ করেন সুযোগ পেলে বিবাদীরা আমার বড় ধরনের ক্ষতি করবে বলে আশঙ্কা করছি। এবিষয়ে সুজন ও তার পিতা আকরামের সাথে যোগাযোগ করার চেস্টা করা হলে তাদেরকে বাড়িতে পাওয়া যায়নি। তাদের না পাওয়ার করণে বক্তব্য নেওয়া সম্ভব হইনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫