নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । টঙ্গী পূর্ব থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ড বিএনপি নেতা কামরুল ইসলাম কামু’র আয়োজনে শুক্রবার (২৫ জুলাই) বিকালে টঙ্গীর ৪৯ নং ওয়ার্ডের এরশাদনগর বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় ৪৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং বলেন,এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন। দোয়া মাহফিলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও চোখের জল ধরে রাখতে পারেননি। তারা নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং সরকারি সহায়তার দাবি জানান।