নিউজ ডেক্স : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুরে ডাচ্ বাংলা ব্যাংক সকল গ্রহক হালনাগাদ কর্মসূচি ও ব্যাংকের গ্রহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল ৪ টার সময় বিষ্ণপুর ডাচ্ বাংলা ব্যাংকের প্রোপাইটর সোহেল পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিযা ম্যানেজার তারেক মজিদ এবং এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার মারুফ হোসেন । এ সময় বিষ্ণুপুর এজেন্ট ব্যাংকের গ্রহকদের কে বিভিন্ন সুযোগ সুবিধা কথা তুলে করেন প্রধান অতিথি । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অফিসার আহসার কবির, অফিসার আশিক আলি মাষ্টার, এজেন্ট আমিনুল ইসলাম, বিষ্ণুপুর ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাহাতাব উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫