স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গী নতুন বাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান টঙ্গী রেলওয়ে শিশু বিদ্যা নিকেতনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতের কোনো এক সময়ে চোরের দল স্কুলের অফিস কক্ষে ঢুকে একটি ডেস্কটপ, কম্পিউটার মনিটর এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোসা: হ্যাপী বেগম জানান, ২৭ জুলাই রাতে স্কুলের কাজ শেষে প্রতিদিনের মতো দরজা-জানালা বন্ধ করে বাসায় চলে যান। পরদিন ২৮ জুলাই সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে স্কুলের আয়া অফিসে প্রবেশ করে দেখে অফিস কক্ষের দরজা খোলা। বিষয়টি দ্রুত প্রধান শিক্ষককে জানানো হলে তিনি স্কুলে এসে দেখতে পান অফিসের দুটি আলমারি এবং টেবিলের তালা ভাঙা, কাগজপত্র ছড়ানো ছিটানো এবং অফিসে থাকা কম্পিউটার মনিটর কিছুই নেই। চোরের দল শুধু চুরি করে যাওয়ার সময় অফিসের সামনে থাকা সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে, যাতে করে চুরির দৃশ্য ধরা না পড়ে। এতে ধারণা করা হচ্ছে,পরিকল্পিতভাবেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় স্কুলের ম্যানেজিং কমিটি, রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের অবহিত করা হয়েছে। চুরির ঘটনাটি তদন্ত করে অপরাধীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। পুলিশ জানায় বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং চোরদের শনাক্ত করতে চেষ্টা অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫