কালিমুল্লাহ ইকবাল : বন্ধুত্বের চিরন্তন শক্তিকে ভিত্তি করে গড়ে ওঠা সংগঠন ফ্রেন্ডস’৯৪ টঙ্গী-এর পুরাতন কমিটির বিদায় ও নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি উপলক্ষে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত মিলনমেলা। শুক্রবার সন্ধ্যায় টঙ্গী পাইলট স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শতাধিক সদস্য, যাঁরা বন্ধুত্বের এই দীর্ঘ যাত্রার সাক্ষী হয়ে উঠেছেন। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মো: আলমগীর হোসেন আলম এবং সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম শিপন-কে সম্মাননা জানানো হয় তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠা, নেতৃত্ব এবং বন্ধুবৎসল ব্যবস্থাপনার জন্য। তাঁদের নেতৃত্বে সংগঠনটি শুধু সক্রিয়ই ছিল না, বরং মানবিকতা, সৌহার্দ্য ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। উপস্থিত বন্ধুরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও হৃদয়ের শ্রদ্ধা প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতেই এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য পবিত্র সূরা ফাতিহা পাঠ এবং দোয়া পরিচালনা করা হয়। দায়িত্ব হস্তান্তর: নতুন কমিটির পরিচয় বিদায়ী কমিটির আনুষ্ঠানিক বিদায়ের পর সংগঠনের নতুন আহ্বায়ক কমিটির পরিচয় প্রকাশ করা হয় এবং তাঁদের হাতে দায়িত্বের ব্যাটন তুলে দেওয়া হয়। ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হলেন: আহ্বায়ক: বাহাউদ্দিন মাহমুদ মিরাজ চৌধুরী এবং যুগ্ম আহ্বায়কগণ হলো রফিকুল ইসলাম শিপন, নিশাত মাহমুদ জালাল, পারভেজ আলম আক্তার নূর,শরিফুল ইসলাম স্বপন, রবিউল হাসান পিরু
এই নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে সংগঠন আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে বলেই আশাবাদ ব্যক্ত করেন সকলে। বন্ধুত্বের বন্ধনে অটুট প্রতিজ্ঞা
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা বলেন, “ফ্রেন্ডস’৯৪ টঙ্গী শুধুমাত্র একটি প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নয়—এটি এক হৃদয়ের বন্ধন, একটি ভালোবাসার প্ল্যাটফর্ম। বন্ধুত্ব, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা-এই তিনটি মূল ভিত্তির উপর দাঁড়িয়ে সংগঠনটি তার ভবিষ্যৎ পথচলায় আরও পরিপক্ব হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বন্ধুরা বলেন, “আমরা বিশ্বাস করি, বন্ধুত্ব হোক আমাদের সবচেয়ে বড় শক্তি, হোক অনুপ্রেরণা। আমরা একসাথে ছিলাম, আছি এবং থাকব-এই বিশ্বাস নিয়েই ফ্রেন্ডস’৯৪ টঙ্গী আগামীর দিকে এগিয়ে যাবে।