নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর থানাধীন গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকা থেকে আন্তঃজেলা দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়। এসময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। শনিবার (২ আগস্ট) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন। তিনি জানান, গোপন সংবাদে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে দুইজন মাদক কারবারি পিকআপ যোগে গাঁজা নিয়ে শ্রীপুর,গফরগাঁও হয়ে ময়মনসিংহ অভিমুখে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে শ্রীপুর থানাধীন গড়গড়িয়া দক্ষিণপাড়া এলাকায় অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভা ১ নং ওয়ার্ড এলাকার আব্দুল হাসিম মিয়ার ছেলে আন্তঃজেলা মাদক চোরাকারবারি রায়হান মিয়া (২৫) ও আখাউড়া চান্দ মধ্যপাড়া এলাকার মোঃ জলিলের ছেলে মোঃ কাজলকে(২০) গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তারা আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পিকআপে গাঁজার চালান বহন করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন। ইতিপূর্বে তারা গাজীপুরসহ বিভিন্ন স্থানে ইয়াবা পাচারের বিষয়টিও স্বীকার করেছেন। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে শ্রীপুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫