জাহাঙ্গীর আলম : চুয়াডাঙ্গার দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৯ম বারের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ সংগঠন কার্যলয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মাসুদ সংগঠনের নিজস্ব কার্যলয়ে সি ডি এ সাহেব আলী শিকদারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা ও কর্মী সমাবেশে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন,কেরু শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৯ম বারের সফল সাধারন সম্পাদক ও বাংলাদেশ চিনিকল ফেডারেশনের দুই বারের সভাপতি মাসুদুর রহমান মাসুদ তিনি বলেন, আমি সকল শ্রমিক ও কর্মচারিদের সুখে দুখে পাশে থেকে কাজ করেছি। আগামী ২৫ সালের শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের যে নির্বাচনে আসছে সে নির্বাচনে আমার সুযোগ্য উত্তরসূরি সৌমিক হাসান রুপমকে আমার দায়িত্বের জায়গায় বসাতে চাই । আপনারা সহযোগিতা করলে আমার অবর্তমানে আমার শ্রমিকদের অসমাপ্ত কাজগুলো সে করবে। তাই আগমী ২৫ সালের নির্বাচনে সবাই কাধেঁ কাধ মিলিয়ে রুপমকে নির্বাচিত করার অনুরোধ জানান। শ্রমিকদের স্বার্থে যে কোন কাজ শ্রমিকদের পাশে থেকে সে করবে বলে আমি আশা রাখি। তাই আসুন আমরা দীর্ঘদিনের সংগঠন ঠিকিয়ে রাখতে মাসুদ সংগঠনকে শক্তিশালী করে রুপমকে আগামী নির্বাচনে জয়লাভ করাতে পারি সে আশা ব্যাক্ত করেন। দোয়া ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠিনক সম্পাদক ইকবাল হোসেন,এ এস এম কবির, সাবেক সহ সম্পাদক খবির উদ্দিন কেরুর সাবেক সি ডি এ, মাওলা বক্স, সিডিএ এনায়েতুল্লাহ, আব্দুল মান্নান জামাত আলী, শহিদুল ইসলাম, কেরুর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য শরিফুল ইসলাম,সদস্য আমিনুল,সদস্য মজিবর,ইদ্রিস,আজাদুল ইসলাম দপ্তর সম্পাদক সালাউদ্দিন সনেট,আতিয়ার হেড ক্যাশিয়ার রেজানুর রাজিব,হিসাব সহকারী বুলু আমিন,হিসাব সহকারী মনির উদ্দিন ভৃইয়া , সাজেদুর রহমান তুফান,আরিফুল ইসলাম আরুক,ড্রাইভার আলামিন শেখ,হেলফার আমজাদ আলী,ডলার,শান্ত, রকি,সিডিএ আব্দুল কাদের মাঈন উদ্দিন, আকবার বাবু, মশিউর রহমান,মাহবুবুর রহমান,সিডিএ এস এম জাহাঙ্গীর, সি আইসি আসাদুজ্জামান, সি আই সি কাজল চন্দ্রদাস, ক্যাশিয়ার মতিউল, লিটন,আতিয়ার, সাজু সবুজ,সদস্য মহায়মানুল হাসান রকি, মতিয়ার বড় বাবু ,সাকি মাহমুদ,সুইট সাইদ ড্রাইভার, জিন্টু ড্রাইভার, লিটন বয়লাররফিরোজ আহম্মেদ টিটু,জিল্লু,শাহিন ইমরান,কবির প্রমুখ। সদস্য আমিনুল,সদস্য মজিবর,ইদ্রিস,আজাদুল ইসলাম দপ্তর সম্পাদক সালাউদ্দিন সনেট,আতিয়ার হেড ক্যাশিয়ার রেজানুর রাজিব,হিসাব সহকারী বুলু আমিন,হিসাব সহকারী মনির উদ্দিন ভৃইয়া, সাজেদুর রহমান তুফান,আরিফুল ইসলাম আরুক,ড্রাইভার আলামিন শেখ,হেলফার আমজাদ আলী,ডলার,শান্ত, রকি,সিডিএ আব্দুল কাদের মাঈন উদ্দিন, আকবার বাবু, মশিউর রহমান,মাহবুবুর রহমান,সিডিএ এস এম জাহাঙ্গীর, সি আইসি আসাদুজ্জামান, সি আই সি কাজল চন্দ্রদাস, ক্যাশিয়ার মতিউল, লিটন,আতিয়ার, সাজু সবুজ,সদস্য মহায়মানুল হাসান রকি, অনুষ্ঠানটি পরিচালনা করেন, কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক ওয়েপি খন্দকার কায়েস আব্দুল্লা,।এ সমাবেশে প্রায় ৭শ শ্রমিক কর্মচারী অংশ নেয়।অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে কাঙ্গালী ভোজ অনুষ্টিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫