• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
মহাখালীর টিবি গেইটে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি জসিম’কে আটক করেছে র‌্যাব-১ মহাখালীর টিবি গেইটে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি জসিম’কে আটক করেছে র‌্যাব-১ ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন’ টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং ওয়ার্ড যুবদলের অফিস উদ্বোধন সমুদ্রের ঢেউ আর বন্ধুত্বের হাসি : কক্সবাজার ভ্রমণ-২০২৫ এ ফ্রেন্ডস’৯৪ টঙ্গী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনায় বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ গাজী’র ইন্তেকাল ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে-আমিনুল হক টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনায় বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

grambarta / ৪৫ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে । মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় দর্শনা রেলবাজার থেকে একটি র‍্যালি বের হয়ে দর্শনা-মুজিবনগর সড়ক প্রদক্ষিন করে দর্শনা পুরাতন রাজার দোয়েল চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

মোঃ আব্দুল মান্নান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল জাহিদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়কারী, নাহারুল ইসলাম মাষ্টার। এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মোঃ শরীফ উদ্দিন ও রেজাউল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কব এনামুল হক বাবু, মমিন হোসেন, মহিম কুমার রতন, আবু সাঈদ রতন। অন্যদের মধ্যে ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আব্দুল আজিজ, হাবিবুর রহমান, মুহিন, মাসুদ, ওয়াসিম, ওমর ফারুক, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক তৌফাতুর রিংকু, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, দর্শনা থানা যুবদলের সদস্য রাশেদ আহমেদ সজীব। অনুষ্ঠানের শুরুতে নেতৃবৃন্দ বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার তাৎপর্যের কথা স্মরণ করেন। বক্তারা বলেন-জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে প্রত্যেক কর্মীকে দেশের প্রতিটি দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর