নিজস্ব প্রতিবেদক : বিপিএলে নিজেদের সপ্তম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৬০ রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান আরও সুসংহত করলো দলটি। আজ মিরপুরে টস জিতে আগে বোলিং বেছে নেন ঢাকা অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে তাদের ব্যাট থেকে আসে ৬৭ রান তুলেন বাবর আজম এবং রনি তালুকদার। ৩৯ রান করে রনি ফিরলে ভাঙে এই জুটি। ওয়ানডাউনে নেমে বাবরকে সঙ্গ দেন সাকিব। তবে বাবর ৪৭ রানে থেমে যান পাকিস্তানের সাবেক অধিনায়ক। ৪৩ বলের ইনিংসে বাবরের ব্যাট থেকে আসে ৫ বাউন্ডারি। শেষ দিকে ২০ বলে ৩৪ রান আসে সাকিবের ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে রংপুর করে ১৭৫ রান। ১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি ঢাকা। ঢাকার হয়ে ৩১ বলে ৩ চার এবং ৩ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন নাঈম শেখ। বড় রান তাড়ায় সুবিধা করতে পারেনি আর কেউ। ১২ বল বাকি থাকতেই ১১৫ রানে সবকয়টি উইকেট হারিয়ে ফেলে রাজধানীর দলটি। চলতি বিপিএলে যা সর্বনিম্ন স্কোর ঢাকার। ২০ বলে ৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বোলিংয়ে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫