নিজস্ব প্রতিবেদক : পবিত্র ওমরাহ্ পালন শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল। গত ১৪ অক্টোবর (সোমবার) তিনি ওমরাহ্ পালন শেষে বাংলাদেশে পৌঁছান। দেশে ফেরার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নাজমুল হোসেন মণ্ডল পবিত্র ওমরাহ্ পালন শেষে দেশের সার্বিক উন্নতি, জাতির কল্যাণ ও দলের সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।তিনি বলেন, ওমরাহ্ পালনের মাধ্যমে আমি আত্মিক শান্তি অনুভব করেছি। আমি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেছি। ইনশাআল্লাহ, দেশে ফিরে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। ওমরাহ্ পালন শেষে দেশে ফেরাকে কেন্দ্র করে টঙ্গী পূর্ব এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।