নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মরহুম কামরুল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল-২০২৫। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে টঙ্গী এরশাদনগর ৪৯ নং ওয়ার্ডের টিডিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ফিটব্যাক স্পোর্টিং ক্লাব ও পূর্ণতা প্রাপ্তি স্পোর্টিং ক্লাব। ৫০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও কোনো গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে ফিটব্যাক স্পোর্টিং ক্লাবের একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ফলে ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে নেয় ফিটব্যাক স্পোর্টিং ক্লাব। খেলা শেষে এক প্রাণবন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৯ নং ওয়ার্ড ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক বসির উদ্দিন । প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক বসির বলেন, মরহুম কামরুল ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সমাজসেবক। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে তাঁর এই স্মৃতি টুর্ণামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আমি বিশ্বাস করি, এই ধরণের আয়োজন সমাজে ঐক্য, সৌহার্দ্য ও ইতিবাচক মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান কিরণ, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিহানুর রহমান, সাধারণ সম্পাদক নাজিউর রহমান সুমন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, ৪৯ নং ওয়ার্ড যুবদল নেতা আবুল কালাম বাবু এবং ৪৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোক্তাদির আহাম্মেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা। শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি প্রভাষক বসির এবং মরহুম কামরুলের পরিবারের সদস্যরা। খেলাটি উপভোগ করতে মাঠে ছিল বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি, যা পুরো অনুষ্ঠানকে উৎসবে রূপ দেয়।