মানবতার চিকিৎসক ডাঃ রাজিবুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের কৃতি সন্তান ডাঃ মোঃ রাজিবুল ইসলাম আজ শুধু একজন চিকিৎসক নন, তিনি মানবতার এক উজ্জ্বল প্রতীক। পিতা মরহুম ডাঃ আব্দুল মজিদের আদর্শ ও মানবসেবার উত্তরাধিকার বহন করে চলেছেন তিনি। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত ব্যস্ততার মাঝেও সপ্তাহের ছুটির দিন-শুক্রবার ও শনিবার তিনি ছুটে যান নিজ গ্রামে, চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারে অবস্থিত রহিমন নেছা ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে তিনি সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেন মাত্র ৫০ টাকায়। সবচেয়ে অনন্য দিক হলো-মরহুম পিতা ডাঃ আব্দুল মজিদের স্মরণে তিনি গর্ভবতী রোগীদের সম্পন্ন বিনামূল্যে আল্ট্রাসনো অব্যাহত রেখেছে । ১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত তিনি নিজ উদ্যোগে ১১,২৯৭টি ফ্রি আল্ট্রাসনো করেছেন-যার প্রতিটি রেকর্ড সেন্টারের রেজিস্টারে সংরক্ষিত আছে। ডাঃ রাজিবুল শুধু চিকিৎসক নয়, সমাজসেবাতেও রেখেছেন অসাধারণ অবদান। এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য তিনি নিয়মিত উপবৃত্তি প্রদান করছেন, যাতে তাদের পড়াশোনায় আর্থিক বাধা না আসে। ডাঃ রাজিবুল ইসলাম বলেন, আমার বাবা ডাঃ আব্দুল মজিদ ছিলেন সাধারণ মানুষের ডাক্তার। তাঁর হাত ধরেই আমি শিখেছি চিকিৎসা মানে শুধু পেশা নয়, এটা একধরনের মানবসেবা। তাই সুযোগ পেলেই আমি নিজের এলাকায় ফিরে আসি, যেন তাঁর অসমাপ্ত কাজগুলো সামান্য হলেও এগিয়ে নিতে পারি। স্থানীয় বাসিন্দা বলেন, ডাঃ রাজিবুল আমাদের এলাকার গর্ব। তিনি বড় পদে আছেন, তবু কখনো অহংকার করেন না। গ্রামের মানুষ তাকে ভালোবেসে ডাকেন ‘মানবতার ডাক্তার’।বিনামূল্যে চিকিৎসা দিয়ে তিনি আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অন্য এক স্থানীয় শিক্ষক জানান, ডাঃ রাজিবুল শুধু রোগী দেখেন না, ছাত্রছাত্রীদের পড়াশোনার খোঁজও নেন। বহু মেধাবী ছাত্র তার দেওয়া বৃত্তিতে এখন কলেজে পড়ছে। চুয়াডাঙ্গা জেলার সাধারণ মানুষ এখন গর্বের সঙ্গে বলেন, রাজিবুল ভাই মানেই সেবা, ভালোবাসা আর আশার নাম। ডাঃ রাজিবুল ইসলামের এই মানবিক উদ্যোগ আজ সারা দেশের তরুণ চিকিৎসকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।