নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে মিরপুর ৬ নম্বর ট-ব্লকের বস্তি এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। আমিনুল হক বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলোকে ইচ্ছাকৃতভাবে বড় করে দেখিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা একমাত্র বিএনপির রয়েছে। বিপরীতে জামায়াত মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। গণসংযোগকালে তিনি অভিযোগ করেন, জামায়াত ঘরে ঘরে গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা ভোট জালিয়াতির আশঙ্কা তৈরি করছে। আমিনুল হক আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলটি সহনশীলতা বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আগামী ১২ তারিখ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সচেতন জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।