নিজস্ব প্রতিবেদক : সব মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গুণী অভিনেতা আহমেদ রুবেলের মরদেহ বৃহস্পতিবার বেলা ১১ টা ১২ টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখার পর বিকাল ৫ টায় গাজীপুর রাজবাড়ী মাঠে শেষ জানাযা নামাজ শেষে বাদ আসর উত্তর ছায়াবীথি, জোড়পুকুরে দাফন সম্পন্ন করা হয়। এর আগে বুধবার রাতে আহমেদ রুবেলের মরদেহ রাখা হয় মোহাম্মদপুর মারকাজুলের হিমঘরে। বৃহস্পতিবার দুপুরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরে। বিকাল ৫ টায় গাজীপুর রাজবাড়ী মাঠে জানাযা নামাজ শেষে উত্তর ছায়াবীথি, জোড়পুকুরে বাদ আসর দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজ শেষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এমপি সহ বিভিন্ন মহল। উল্লেখ্য
বুধবার সন্ধ্যায় নূরুল আলম আতিকের 'পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শোতে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। এ ছবিতেও তিনি জয়া আহসান, তারিক আনাম খানদের সহ-অভিনেতা। শোতে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার পর অজ্ঞান হয়ে যান রুবেল। পরে একটি বেসরকারি হাসপাতালে নিলে বিকেল ৫টা ৫৮ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ১৯৬৮ সালে নিজ শহর চাঁপাইনবাবগঞ্জে জন্ম হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। পরিবারসহ তিনি থাকতেন গাজীপুরে। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’ দিয়ে নাটকে পা রাখেন তিনি।এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘পোকা’-তে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এই নির্মাতার ‘বৃক্ষমানব’ নাটকটি তাঁকে সব শ্রেণির দর্শকের মধ্যে জনপ্রিয় করে তোলে। আনিসুল হকের লেখা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত মেগা ধারাবাহিক ‘৫১বর্তী’ নাটকে রুবেলের ‘মেন্টাল বাহাদুর’ চরিত্রটিও বেশ সাড়া ফেলেছিল।নাটকের পাশাপাশি সিনেমায়ও দুর্দান্ত সব চরিত্রে রূপদান করেছেন আহমেদ রুবেল। অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘মেঘলা আকাশ’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘শ্যামল ছায়া’, ‘অলাতচক্র’, ‘লাল মোরগের ঝুঁটি’তে। তাঁর অভিনীত নূরুল আলম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ ৯ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।