নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় এক চোরকে আটক করেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে চুয়াডাঙ্গা পৌরসভাধীন ভীমরুল্লা সাকিনস্থ চুয়াডাঙ্গা টু দামুড়হুদা গামী সড়কে মেসার্স ইমরান ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ হাসানুজ্জামান সহ সংগীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌরসভাধীন ভীমরুল্লা সাকিনস্থ চুয়াডাঙ্গা টু দামুড়হুদা গামী সড়কে মেসার্স ইমরান ফিলিং স্টেশন প্রোপাইটার মোঃ হাবিল হোসেন জোয়াদ্দার এর তেল পাম্পের সামনে পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় ঝিনাইদহ জেলার চোরকোল গ্রামের বর্তমান ডিঙ্গেদাহ (ডিঙ্গেদাহ আনসার ক্যাম্পপাড়ার) সেকেন্দার আলী মন্ডলের ছেলে আনিচুর রহমান@আনিচ(৩৮)কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় চোরাই ১টি রেজিস্ট্রেশন বিহীন, লাল কালো রংয়ের Discover 125 cc মোটরসাইকেল। আটককৃত আনিচুর রহমান@আনিচ এর পিসি অ্যান্ড পিআর যাচাই করে নিম্নোক্ত মামলা পাওয়া যায়-কুষ্টিয়া সদর থানার মামলা নং-৩, তারিখ-১৪/০৩/২০১৬,ধারা-৩৭৯/৪১৩ পেনাল কোড। মেহেরপুর সদর থানার মামলা নং-৮, তারিখ- ০৩/০১/২০২৩,ধারা- ৩৭৯/৪১১ The Penal Code গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫