নিজস্ব প্রতিবেদক : টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ কারিদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মোঃ আবু জাফর আহম্মেদের পরিচালনায় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সলের এসএসসি পরীক্ষাথীদের সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ সমন্বয় কারী মাহাবুব উল আলম,দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলম, প্রভাতী শাখার সহকারী প্রধান মোসাঃ সালমা আক্তার, মাও নুরুজ্জামান, শেফালী আক্তার, অভিভাবক প্রতিনিধি ফারজানা আক্তার লিজা, আব্দুল আউয়াল, জাহাঙ্গীর আলম, প্রভাষক লতিফা ফারবিন, শাহিদা খানম হীরা, সিনিয়র শিক্ষক মাও জাহাঙ্গীর আলম, সুরুজ আল মামুন, মোঃ শাহা আলম,সানা উল্লাহ,আমিনুল ইসলাম, আনিসুল রহমান সরকার, আবিদ আনোয়ার, আবুল কালাম আজাদ, আফরোজা আক্তার, আনোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৪৯৯ জন ছাত্র ছাত্রী পরিক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন অধ্যক্ষ আলাউদ্দিন। আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ কারিদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল ও পরিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়।