প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৪, ৯:২৫ এ.এম
ইজতেমার দ্বিতীয় পর্বে বিশ্বের ৬১টি দেশ থেকে ৭৮৪৮ জন বিদেশি মেহমানের আগমন
নিজস্ব প্রতিবেদক : তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শনিবার সকাল পর্যন্ত ৬১ দেশের ৭৮৪৮ জন বিদেশি মেহমান ময়দানে অবস্থান করছেন। বিদেশি মেহমান অভ্যাহত আছে বলে জানান ইজতেমা আয়োজক কমিটি। তার মধ্যে পশ্চিমবঙ্গের-২৪২৩ উর্দু-২২৫৫, ইংলিশ-২৪১৫, আরব- ৪৮৩ জন। বিদেশি ছাত্র ১৫০জন ও আদার্স ১৬০ জন। ৬১টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, শ্রীলংকা , সুডান, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, জর্দান ও যুক্তরাজ্য অন্যতম। শনিবার এ তথ্য নিশ্চিত করেন দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা আয়োজক কমিটি। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ, র্যাবসহ সব বাহিনীর উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা-খাওয়া, যাতায়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
www.dailygrambarta.com