নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে রোববার আখেরী মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদকান্ধলভী। মোনাজাত শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে। ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এই তথ্য নিশ্চিত করেন। শনিবার ফজরের পরে বয়ান করেন ভারতের মাওলানা সাঈদ বিন সাদ। বাংলা তরজমা করেন মুফতি ওসামা ইসলাম। সকাল ১০টা ৩০ মিনিটে তালিমে হালকা মোয়াল্লেমদের সাথে কথা বলেন মাওলানা আব্দুল আজিম। যোহরের পরে বয়ান করবেন মাওলানা শরিফ। বাংলা তরজমা করবেন মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পরে বয়ান করবেন মাওলানা ওসমান। বাংলা তরজমা করবেন মাওলানা আজিম উদ্দিন। বয়ানের পরে যৌতিক বিহীন বিবাহ অনুষ্ঠিত হবে। মাগরিবের পরে বয়ান-মুফতি ইয়াকুব (ভারত), বাংলা তরজমা-মাওলানা মনির বিন ইউসুফ। রোববার ফজরের পরে বয়ান করবেন মুফতি মাকসুদ (ভারত), বাংলা তরজমা-মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বাংলা তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫