নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় গণপরিবহনের ধাক্কায় শামসুল ইসলাম (৪৮) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত শামসুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত মিসকার মল্লিকের ছেলে। আলুকদিয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল জব্বার বলেন, সকালে বাইসাইকেলযোগে পান বিক্রির জন্য চুয়াডাঙ্গা বড়বাজার পানের হাটে যাচ্ছিলেন শামসুল। এ সময় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে উঠলে চুয়াডাঙ্গাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। তিনি সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সেকেন্দার আলী বলেন, অভিযোগ না থাকাই আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫