নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ ২০২৪ সালের এসএসসি পরীক্ষাথীদের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মহফিল বিদায় অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী)বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়। সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তফা কামালের পরিচালনায় এসএসসি পরীক্ষাথীদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজ উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর যুব উন্নয়ন অধদপ্তর সহকারী পরিচালক, গভনিং বডি কো অপ্ট সদস্য মোঃ মনসুরুল ইসলাম মিলন। বক্তব্য রাখেন সফি উদ্দিন সরকার একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, শিফটিং সহকারি ও শিক্ষক প্রতিনিধি মিসেস ইয়াসমিন নাহার, সহকারী সিস্ট ইনচার্জ, সিনিয়র শিক্ষক শেখ জহির উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মোঃ ইলিয়াস উদ্দিন আখন্দ ,সহকারী অধ্যাপক মো. আব্দুল মোতালিব, সিনিয়র শিক্ষক জিএম ফারুক, প্রভাষক মিজানুর রহমান, বেলায়েত হোসেন, প্রভাষক মোঃ জান্নাতুল আকরাম, সিনিয়র শিক্ষক সুলতান উদ্দিন মোল্লা, শিক্ষক ইমরান হোসাইন, প্রমুখ। উল্লেখ সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৭১০ জন ছাত্র ছাত্রী পরিক্ষায় অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ কারিদের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে।