নিজস্ব প্রতিবেদক : দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে শামীম হোসেন (৩৮) নামে এক ভুয়া প্রানি চিকিৎসককে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ডের আদেশ দেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) জনাব সজল কুমার দাস এ রায় প্রদান করেন। শামীম হোসেন উপজেলার লোকনাথপুর গ্রামের মহি উদ্দীনের ছেলে। দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী জানান, উপজেলার লোকনাথপুর সহ বিভিন্ন এলাকায় ভূয়া প্রাণি চিকিৎসকের দৌরাত্বে সাধারণ মানুষ তাদের প্রাণি সম্পদকে প্রতিনিয়ত অপচিকিৎসা দিতে বাধ্য হচ্ছে। এলাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার বেলা ৩ টার দিকে লোকনাথপুর গ্রামে ভ্রাম্যমান আদালতসহ একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ভূয়া প্রাণি চিকিৎসক শামীম হোসেনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতে সে নিজের দোষ স্বীকার করায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস তাকে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯ এর ৩৮ ধারায় ২০ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ডের আদেশ দেন। ভূয়া প্রাণি চিকিৎসক শামীম আদালতে আর্থিক জরিমানার টাকা পরিশোধ করেন। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন, দামুড়হুদা উপজেলা প্রণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল হাসান শাওন, এলএসপি বিল্লাল হোসেন, রফিক উদ্দীন ও দামুড়হুদা মডেল থানার একদল পুলিশ।