নিজস্ব প্রতিবেদক : আজ বসন্ত, আজ ভালোবাসার দিন। ভালোবাসার এই দিনে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গতকাল (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্রসৈকতে স্পর্শিয়ার গায়েহলুদ ও সংগীতানুষ্ঠান হয়। আজ ইনানী সমুদ্রসৈকতে চলছে তাঁদের বিয়ের আয়োজন। জানা গেছে, স্পর্শিয়ার বর সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। চট্টগ্রামের ছেলে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন। স্পর্শিয়া বলেন, ‘আমাদের এক কমন ফ্রেন্ড ঘটক হিসেবে কাজ করেছে। পারিবারিকভাবে কথাবার্তা বলার পর বিয়ের বিষয়টি পাকা হয়। পাশাপাশি ভালোবাসাও তৈরি হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫