নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর পুবাইল থানা ৪০ নং ওয়ার্ডে গত ২৫ শে জানুয়ারি মেঘডুবি মৃত হাজী বিল্লালের জামাতার বাড়িতে চুরি হয়, চুরি হওয়া জিনিসগুলোর মধ্যে একটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় । পরবর্তীতে বাড়ির মালিক পুবাইল থানায় অভিযোগ করলে তদন্ত কর্মকর্তা এস আই উত্তম কুমার সূত্রধর ও তার সঙ্গীও অফিসার এস আই হুমায়ুন কবির তদন্ত সাপেক্ষে পর্যায়ক্রমে চারচোরকে আটক করার পর তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল লিভো ১১০সিসি যার রেজি নং ঢাকা মেট্রো হ -৩০-৭৪৭৩, একটি রিয়াল মি-৮ ফোন,একটি অপ্পো-এ ১৭ কে ফোন । মালামাল সহ যাহার আনুমানিক মূল্য ( এক লক্ষ ছিয়ানব্বই হাজার আট শত টাকা) মাত্র টাকা চুরি করে নিয়ে যায়। গ্রেপ্তার চোরচক্রের সদস্যরা হলেন-(১) রুবেল ভূঁইয়া পিতা মৃত আব্দুল সাত্তার ভূঁইয়া কুদাব পূবাইল গাজীপুর মহানগর (২) উজ্জল মিয়া পিতা আবুল হোসেন সাং-২-খোলাবাড়ি থানা ও জেলা সিরাজগঞ্জ এ/পি কোনাবাড়ী গাজীপুর মহানগর (৩) মুসলিম পিতা আবেদ আলী মন্ডল সাং ফুলকারচর থানা ইসলামপুর জেলা জামালপুর এ/পি বাসন গাজীপুর মহানগর (৪) সজীব পিতা আব্বাস আলী সাং ফুলকার চর জেলা জামালপুর এ/পি বাসন গাজীপুর মহানগর । উক্ত ঘটনা সংক্রান্তে পূবাইল থানার মামলা নং -০৯(০২)২৪ । পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃকামরুজ্জামান বলেন চারজন চোর আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।