নিজস্ব প্রতিবেদক : ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে ডিভোর্সের ঘোষণা দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জানালেন, স্বামী রকিবের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ সময় ছেলে ফারিশের জন্যও দোয়া চেয়েছেন সকলের কাছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে ৮ মিনিট ৪৩ সেকেন্ডের এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন মাহি।ভিডিওর শুরুতে মাহি বলেন, ‘আজকে এ রকম একটা ভিডিও করতে হবে এটা আমি ভাবিনি কখনও। তবে মনে হয়েছে সবাইকে বলার সময় হয়েছে। নিজেদের ভালোর জন্যই সবার জানা উচিত। একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরের থেকে বোঝা যাবে না। অনেক দিন যাবত আমরা আলাদা থাকছি। আমি আর রকিব ভালো আন্ডারস্টান্ডিং থেকে বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম। আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একপর্যায়ে এসে মনে হয়েছে, আমরা আসলে দুজন দুজনের জন্য না। রকিব খুব ভালো একজন মানুষ। পরোপকারী মানুষ। অনেক কেয়ারিং সে। একটা ছাদের নিচে কেন দুটো মানুষ ভালো নেই তা শুধু ওই মানুষ দুটোই বলতে পারে। আমরা দুজন দুজনের প্রতি সম্মান নিয়েই সিদ্ধান্ত নিয়েছি সেপারেশনে যাব। আমরা অনেকদিন ধরেই সেপারেশনে আছি। খুব দ্রুতই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাব। কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব। মাহি বলেন,আমার কলিজার টুকরা ফারিশের ছবি যখন পোস্ট করি তখন আপনারা অনেক বাজে কথা লেখেন। হয়তো এখন এসব বুঝতে পারে না; কিন্তু ওর মা হিসেবে আমার বুক ফেটে যায়। দয়া করে এসব লিখবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আমার আর ফারিশের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকতে পারি। আমার অনেক দায়িত্ব। অনেক যুদ্ধ। মাহি বলেন, ‘আমি নতুন করে কাজ শুরু করব। জীবনে আমার অনেক যুদ্ধ। বাচ্চাটা বড় হবে। ওর জন্য অনেক কিছু করার আছে। সবাই দোয়া করবেন, যেন ফারিশকে নিয়ে আমার পথচলাটা মসৃণ হয়। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের প্রায় আড়াই বছরের মাথায় আলাদা হওয়ার ঘোষণা দিলেন মাহি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫