মাসুদুর রহমান : বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যসোসিয়েশন ফারিয়া কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় শীর্ষস্থানীয় ফারিয়া নেতৃবৃন্দের বৃহত্তর চট্টগ্রাম বিভাগের দক্ষিণ জেলা সফরের মাধ্যমে আনুষ্ঠানিক সফর শুরু করেছেন। দক্ষিণ জেলা ফারিয়ার সভাপতি ও কেন্দ্রীয় ফারিয়ার সহ সভাপতি মিলন কান্তি দে স্বপন বাবুর আমন্ত্রণে উক্ত সাংগঠনিক সফর অনুষ্ঠিত হচ্ছে। আমন্ত্রণতিত চট্টগ্রাম বিভাগীয় সফর অংশগ্রহণ করছেন কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি শফিক রহমান,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। সভাপতি ও সাধারণ সম্পাদকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল খান,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ,যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ভুঞাঁ,যুগ্ম সাধারণ সম্পাদক আনসার উদ্দিন কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। কেন্দ্রীয় সংসদের নেতৃত্ববৃন্দকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ফারিয়ার সভাপতি , চট্টগ্রাম বিভাগ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা ফারিয়া বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাদরে বরন করেন । চট্টগ্রাম দক্ষিণ জেলা ফারিয়া আথেতায়তায় সফররত কেন্দ্রীয় ফারিয়ার নেতৃবৃন্দ মুগ্ধতা প্রকাশ করেন এবং ধন্যবাদ ,কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫