নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার মিরপুরে মাঠের মধ্যে থেকে আজিবার রহমান (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়া মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আজিবার একই উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারি গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়া মাঠে ঘাসের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মিরপুর থানা পুলিশ এসে নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত আজিবার চুরির সাথে জড়িত। মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫