জাহাঙ্গীর আলম : মানুষের চিন্তাধারাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে বই। মানুষ তার মনের ভাব, অনুভূতি, জ্ঞান, প্রজ্ঞা, স্মৃতিময় অভিজ্ঞতার বিবরণ বইয়ের মাধ্যমে সংরক্ষণ করে। বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ, যার সঙ্গে পার্থিব কোনো সম্পদের তুলনা চলে না। সেই বিষয়টি বিবেচনা করে মায়ের দোয়া সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম জিকু গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের ভারারুল জামতলা গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক অসহায় শিক্ষার্থীকে পড়াশোনার জন্য এক সেট গাইড বই উপহার দিয়েছেন । শুধু বই নাই সমাজে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পাশে দাড়িয়ে ইতিমধ্যে নজীর সৃষ্টি করেছেন। সম্প্রতি মসজিদে মোটা অংকের দান, মহিলাদের নামাজের জন্য রির্ধারিত স্থান নির্ধারণ করে নামাজের ঘর তৈরি করে দৃষ্টান্ত উদহারন সৃষ্টি করেছে। জাহাঙ্গীর আলম জিকু'র এই সমাজসেবা মূলক কাজ সাধারণ মানুষের ইতিমধ্যে দৃষ্টি কেড়েছে। আগামীতে আরো সমাজসেবামূলক কাজ করার জন্য অনেকেই দোয়া করেছে জিকু'র জন্য । এলাকাবাসী বলেন মানুষের শুধু সদিচ্ছা থাকলেই এধরণের ভালো কাজ করা সম্ভব। আগামীদিনের জন্য নিরন্তর শুভকামনা জানিয়ে এলাকাবাসী আরো জানান জাহাঙ্গীর আলম জিকু যেভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করছে এধরণের কাজ কোনো প্রতিনিধিও করে না।