মাসুদুর রহমান (টঙ্গী) : ২৪ ফেব্রুয়ারি রোজ শনিবার বিভিন্ন সময় শাহাদাত বরণকারী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র টঙ্গীরবনমালা রোডের দত্তপাড়া এলাকায় অবস্থিত স্বনামধন্য ধুমকেতু স্কুল সংলগ্ন বাগান বাড়িতে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ও হাফেজ মাওলানা মোঃ বিল্লাল হোসেনের পরিচালনায় বিশিষ্ট বর্ষিয়ান মুরব্বী কছিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল সফলভাবে সম্পন্ন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরার মসজিদ আল মাগফিরাত এর খতিব মুফতি ওয়াহিদুল আলম,ডাঃমুফতি মোর্শেদ ছালেহী,ডাঃ একে এম মহিবুল্লাহ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইউসুফ নোমানী, মুফতি সানোয়ার হোসেন সিদ্দিকী। দোয়া ও মিলাদ মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম ঈমান আমল ও আকিদা উপর বিস্তারিত আলোচনা করেন।এসময় এলাকার বিভিন্ন সময়ে মৃত্যুবরনকারী গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট মুরব্বী দের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন উপস্থিত ওলামায়ে কেরাম। দোয়া ও মিলাদ মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হেকিম মোঃ আব্দুল আজিজ ও শেখ মোঃ আশরাফুল ইসলাম মোল্লা। মাহফিলে বনমালা দত্তপাড়ার বাগান বাড়ি এলাকার অসংখ্য ধর্ম প্রান মুসল্লি অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫