নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া র্যাব-১২ সিপিসি-১ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫৯ বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক কারবারীকে আটক করেছে। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬ টার সময় কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বৈদ্যনাথতলা গ্রামে থেকে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম, এর দিক নির্দেশনায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বৈদ্যনাথতলা গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আটক করা হয় কুষ্টিয়া জেলার চরদিয়াড় গ্রামের লুৎফর মালিথার ছেলে ফৌরদোস মালিথা(৪২),বৈদ্যনাথতলা গ্রামের মৃত শাহাদত মালিথার ছেলে সাজদার হোসেন (৪৩) ও বৈদ্যনাথতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে বজলুর রহমান কে (৩৮) তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫৯ বোতল ফেনসিডিল (যাহার আনুমানিক মূল্য ৭,৭৭,০০০/-টাকা । গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫