নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) জীবননগর থানাধীন সন্তোষপুর গ্রামস্থ জনৈক মোঃ শরীফের চায়ের দোকানের সামনে জীবননগর-চুয়াডাঙ্গা গামী পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে এসআই মুহিদ হাসান, এএসআই মাহমুদুল হাসান, এএসআই সাদিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন জীবননগর থানাধীন সন্তোষপুর গ্রামস্থ জনৈক মোঃ শরীফের চায়ের দোকানের সামনে জীবননগর-চুয়াডাঙ্গা গামী পাকা রাস্তার উপর এসময় আটক করা হয় জীবননগর উপজেলার মিনাজপুর (মাঠপাড়ার) মামুনুর রশিদের ছেলে মোঃ হাবিবুর রহমান কে (২৫) তার কাছে থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ৯৬ (ছিয়ানব্বই) বোতল ফেন্সিডিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।